Jamuna Job - এরিয়া সেলস্ ম্যানেজার
দেশের বৃহত্তম ও স্বনামধন্য খ্যাতনামা শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ”ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিঃ” এর উৎপাদিত পণ্য সমূহ বাজারজাত করণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদ সমূহে দক্ষ, অভিজ্ঞ ও উদ্দ্যোমী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ডিভিশনাল সেলস্ ম্যানেজার:
প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতকোত্তর ডিগ্রীসহ সংশ্লিষ্ট পদে FMCG/ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী বিক্রয়ে ডিলার নিয়োগ এবং ডিলার তদারকি কাজে কমপক্ষে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পণ্য বিক্রয় বৃদ্ধিকরণ, বিক্রয় কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান, সার্বক্ষণিক মার্কেট তদারকি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
এরিয়া সেলস্ ম্যানেজার:
প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতকোত্তর ডিগ্রীসহ সংশ্লিষ্ট পদে FMCG/ ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী বিক্রয়ে ডিলার নিয়োগ এবং ডিলার তদারকি কাজে কমপক্ষে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে ডিলার পরিচালনা, সার্বক্ষণিক মাঠে কাজ করা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
এই জব আবেদন করতে চাইলে উপরের সার্চ বক্সে 'Apply Jamuna Job' লিখে সার্চ দিন
=====
======